কুমিল্লা প্রতিনিধিঃ
০১/০৭/২০২৫ তারিখ হতে কুমিল্লার লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ” (টেকাব ৩য় পর্যায়)
শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দুইমাসব্যাপী এই প্রশিক্ষণে ২০ জন মহিলা ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান ও উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: তাজুল ইসলাম মজুমদার, ইন্সট্রাক্টর এবং সকল প্রশিক্ষার্থীবৃন্দ।