মোঃজসিম শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিথ্যা অপ প্রচারের দায়ে রহমান শেখ(৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি আউটশাহী ইউনিয়নের মৃত চান্দু শেখের ছেলে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউটশাহী ইউনিয়নের পূর্ব আউটশাহী গ্রামের আলামীন মোড়লের স্ত্রী সুমাইয়া বেগমের নামে মিথ্যা অপপ্রচার করেছে রহমান শেখ নামের এক ব্যক্তি। এ ঘটনায় আলামীনের স্ত্রী বাড়ি থেকে চলে যায় এবং আলামীনের চাচা ও চাচিরা আলামিনকে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে।
সুমাইয়ার স্বামী আলামীন বলেন, আমার স্ত্রী সুমাইয়াকে বিবাহের পরে সুখে শান্তিতে বসবাস করতেছিলাম। কিন্তু রহমান শেখ নামের এক ব্যক্তি আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রটানোর কারণে আমার সংসারে অশান্তির সৃষ্টি হয়। এবং আমার বাড়ির লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। রহমান শেখের মিথ্যা প্রচারের কারণে এখন আমি বাড়ি ছাড়া। আমি রহমান শেখের বিচার চাই।
স্থানীয়রা বলেন, রহমান শেখের কথার কারণে এখন আলামীনের সংসার ভাঙ্গার অবস্থা হয়েছে। ছেলেটা এখন বাড়ি ছাড়া। মিথ্যা প্রচারের বিচার হওয়া উচিৎ। যাতে পরবর্তীতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
টঙ্গিবাড়ী থানার ডিউটি অফিসার জুবায়ের বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।