কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম এ অফিস উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিশ্বাস করে লাকসাম – মনোহরগঞ্জে ধানের শীষ প্রতীক তুলে দেন। আর এ ধানের শীষের মালিক আমি না এর মালিক আপনারা। আপনারা আমাকে আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার জন্য সুষ্ঠ পরিকল্পনা করুন। ঘরে ঘরে মা বোনদের নিকট ভোট চাওয়ার মধ্যে দিয়ে এগিয়ে যান। আমাদের কেন্দ্র কমিটি গুলো যাতে সঠিকভাবে সবার মতামতের ভিত্তিতে করা হয় সে দিকে লক্ষ রাখতে হবে। কেন্দ্র কমিটিতে মা বোনদেরকে মূল্যায়ন করতে হবে।
অন্যান্যেদের আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সহসভাপতি প্রফসর আলী মর্তুজা,উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন জাহিদ।
আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাএদলের নেতৃবৃন্দ।