মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সহায়তায় জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা শহরের প্রফেসর কলোনিতে অবস্থিত জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
এ সময় জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান, সহ-সভাপতি সালাম আশিকি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিটন মিয়া লাকু, কার্যকরী সদস্য মোঃ আমিনুল ইসলাম মিঠু ও কার্যকরী সদস্য মোঃ মনিরুল হক।
বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।