১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট” মহোদয় গতকাল অর্থাৎ ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখে ভালুকা উপজেলা পরিদর্শন করেন।
প্রথমেই স্যারকে ভালুকা মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভালুকা মডেল থানা এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ভালুকা ও গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন। এরপর ভালুকা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের বিভিন্ন বিষয় নিয়ে স্যার পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের উপস্থিতিতে স্যারকে উপজেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সকল দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় স্যার আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের লক্ষ্যে এবং গণভোট প্রচারণা বেগবান করার উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় শেষে স্যার সকল ইউপি সচিব ও উপজেলা পরিষদের কর্মচারীদের সাথে আলোচনা করেন। এক পর্যায়ে গ্রাম পুলিশদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পরবর্তীতে হবিরবাড়ী সোনার বাংলা ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং গণভোট নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
স্যারের পরিদর্শনের সময় ইউএনও, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এসি (ল্যান্ড), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।