নিজস্ব প্রতিনিধিঃ
বছর পেরিয়ে পুনরায় এল জুলাই শোকের মাস।হাজারো প্রান ত্যাগ রক্তাক্ত ও পঙ্গুত্ব আহত দের ত্যাগের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দলনে অর্জিত জুলাই যুদ্ধে সকল শহিদদের ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই।
আরও পড়ুনঃ ফিরে দেখা জুলাই,২৪
তাদের আদম্য সাহসিকতাকে স্বরন করে সকল শোক আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যুদ্ধ আহতদের গুরুত্ব দেওয়ার দাবি জানাই সরকারের নিকট।
মোঃ আবুল হাসেম
সভাপতি
বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটি।