শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

জুলাই বিদ্রোহের শহীদদের স্মরণে কায়রোয় বাংলাদেশ দূতাবাসের গভীর শ্রদ্ধা ও আকাশছোঁয়া প্রতিশ্রুতি

জাহেদুল ইসলাম আল রাইয়ানঃ 
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জাহেদুল ইসলাম আল রাইয়ানঃ

আলোকছায়ায় মোড়া এক সন্ধ্যায়, সময়টা যখন কায়রোর আকাশে সূর্য অস্ত যাচ্ছে—ঠিক তখনই বাংলাদেশ দূতাবাসে শুরু হয় ইতিহাসের চেতনায় উজ্জ্বল এক বিশেষ আয়োজন। ৫ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠান ছিল কেবল একটি প্রথাগত স্মরণানুষ্ঠান নয়; এটি ছিল বাংলাদেশের ইতিহাসের গহীন থেকে উঠে আসা এক সজীব আত্মপ্রত্যয়ের প্রকাশ।

অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৫টা ৩৫ মিনিটে, জাতীয় সঙ্গীতের মহিমান্বিত সুরে। তারপর পবিত্র কোরআন তেলাওয়াত ও তার অনুবাদ পরিবেশিত হয় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় এক বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। পুরো পরিবেশ মুহূর্তেই হয়ে ওঠে এক গভীর, সংবেদনশীল শ্রদ্ধাঞ্জলির ক্ষেত্র।

পরবর্তীতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে উপস্থিত সকলেই সম্মান জানান জুলাই-আগস্ট বিপ্লবের বীর শহীদদের প্রতি। যেন কায়রোর বাতাসে ছড়িয়ে পড়ে বাংলাদেশের গৌরবোজ্জ্বল এক অতীতের নীরব কাব্য।

আরও পড়ুনঃ শ্রমজীবী-কর্মজীবী-পেশজীবী জনগণ এক হও, ‘এন্টি-ফ্যাসিস্ট ডে’ পালিত

বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠ করা বাণীগুলো পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর (শ্রম) ও দূতাবাসের এইচওসি। রাষ্ট্রপতির বাণীতে ছিল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর বর্তমান প্রজন্মকে ইতিহাসের শিক্ষায় দীক্ষিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে স্মরণ করান, যে কোনো গণঅভ্যুত্থান শুধুই রাজনৈতিক বিপ্লব নয়, তা জাতির আত্মিক জাগরণও বটে।

রাষ্ট্রদূত সামিনা নাজ তাঁর বক্তব্যে তুলে ধরেন ১৯৭৪ সালের জুলাই বিদ্রোহের প্রেক্ষাপট, সাহসী ছাত্রদের দুর্বার প্রতিরোধ ও শহীদদের আত্মবলিদান। তিনি বলেন, “এই বিদ্রোহ শুধু সামরিক বুটের বিরুদ্ধে নয়, ছিল গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙার এক তীব্র প্রয়াস। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগায়—তাদের রক্তে রাঙানো পথ ধরে আজ আমরা দাঁড়িয়ে আছি স্বাধীনতার পূর্ণতর পথে।”

ছাত্রদের ভূমিকা ও তাঁদের অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “তোমরাই আমাদের অনুপ্রেরণা, তোমরাই আগামী দিনের বাংলাদেশ।”

এরপর প্রদর্শিত হয় একটি হৃদয়স্পর্শী তথ্যচিত্র—যেখানে উঠে আসে বিদ্রোহের পটভূমি, শহীদদের সংগ্রাম আর আহতদের আর্তচিৎকার। তথ্যচিত্রটি যেন উপস্থিত সবার চোখে জল এনে দেয়, আর হৃদয়ে জাগিয়ে তোলে ইতিহাসকে ধরে রাখার নৈতিক দায়।

প্রদর্শনীর পর্বে রাষ্ট্রদূত সামিনা নাজ উদ্বোধন করেন এক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, যেখানে সংরক্ষিত ছিল বিদ্রোহের স্মৃতি বহনকারী নানা দুর্লভ মুহূর্ত। ছবি যেন কথা বলে ওঠে, ইতিহাসের পাতাগুলো যেন জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকদের হৃদয়ে।

আরও পড়ুনঃ অন্তর্বতীকালীন সরকার প্রধানের প্রতি দাবি-এখনই নির্বাচন ঘোষণা করুন : ফারুক

পরিশেষে ছিল সম্মানিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত রাতের খাবার। এক হৃদ্যতা, সৌহার্দ্য আর জাতিস্মৃতির বন্ধনে মোড়ানো সে আয়োজন যেন ছিল এক আত্মিক পুনর্মিলন, যেখানে দেশ ছিল সবার হৃদয়ের কেন্দ্রস্থলে।

অনুষ্ঠান শেষ হলেও কায়রোর সন্ধ্যা আকাশে তখনো প্রতিধ্বনিত হচ্ছিল সেই সুর—”আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…” এ ভালোবাসা শুধু গানেই নয়, তা রক্তে, চেতনায়, এবং ভবিষ্যতের প্রতিটি স্বপ্নে গাঁথা।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর


এই বিভাগের আরও খবর