বিশেষ প্রতিনিধিঃ
জুলাই ঘোষণা ও পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা
উদ্যোক্তা: বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)
সমর্থনকারী সংস্থা: জাতীয় সংস্কার জোট
তারিখ: জুলাই, ২০২৫
🟢 মূল আহ্বান:
🔹 “জুলাই ঘোষণা” অবিলম্বে প্রকাশ করুন
🔹 পূর্ণাঙ্গ রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার নিশ্চিত করুন
🔹 জনগণের প্রত্যাশা অনুযায়ী বিচার করুন
🔹 প্রথমে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, পরে খোলা পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন আয়োজন করুন
🔹 জাতীয় সংলাপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলুন
আরও পড়ুনঃ দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন
✅ সংক্ষেপে ১১ দফা সংস্কার দাবিসমূহ:
১. ‘জুলাই সনদ’ ঘোষণা করুন
৩১ জুলাই ২০২৫-এর মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা দিন।
সংস্কার নিয়ে জনমনে অনিশ্চয়তা দূর করুন।
২. পূর্ণাঙ্গ রাজনৈতিক সংস্কার করুন
কস্মেটিক সংস্কার নয়—মূলগত পরিবর্তন চাই।
সংবিধান সংশোধন ও বড় সংস্কার গণভোট বা নির্বাচিত গণপরিষদের মাধ্যমে অনুমোদন করুন।
৩. ন্যায়বিচার নিশ্চিত করুন
দুর্নীতি, ভোট জালিয়াতি ও সাংবিধানিক অপরাধের দ্রুত বিচার করুন।
৪. নির্বাচন কাঠামো সংস্কার করুন
প্রথম ধাপে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন দিন।
জাতীয় নির্বাচন হোক ১১ ধাপে, খোলা পিআর (Proportional Representation) পদ্ধতিতে।
৫. রাজনৈতিক দল নিবন্ধন সহজ করুন
কেন্দ্রীয় কমিটি, দলীয় অফিস ও গঠনতন্ত্র থাকলেই নিবন্ধন নিশ্চিত করুন।
৬. স্বতন্ত্র প্রার্থীদের পথ উন্মুক্ত করুন
১% ভোটার সমর্থনের অযৌক্তিক শর্ত বাতিল করুন।
ভোটার হলেই প্রার্থী হওয়া যাবে।
৭. জাতীয় সংলাপ আয়োজন করুন
সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে নিয়ে খোলা সংলাপ করুন।
দলীয় কিংবা গোপন আলোচনার সংস্কৃতি পরিহার করুন।
আরও পড়ুনঃ আলোচনার আশ্বাসে সড়ক ছাড়লেন ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা
৮. জনগণকে সক্রিয় করুন
সচেতন নাগরিক, প্রবাসী, তরুণ ও শিক্ষিত জনগণকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করুন।
দরকার হলে সংস্কার আন্দোলনে যোগ দিন।
৯. সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুন
ডিসি/ইউএনও নয়—নির্বাচন কমিশনের নিজস্ব ও নিরপেক্ষ জনবল দিয়ে নির্বাচন পরিচালনা করুন।
সচিব পদে কমিশনের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, না হলে অবসরপ্রাপ্ত জজ/প্রশাসক নিয়োগ দিন।
১০. স্থানীয় সরকারে গঠনমূলক পরিবর্তন আনুন
জেলা ও উপজেলা গভর্নর ব্যবস্থা চালু করুন।
নির্বাচিত জেলা পরিষদ হবে জেলার সংসদ।
সব নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন হোক।
১১. নিরাপদ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করুন
শক্তিশালী ও নিরপেক্ষ পুলিশ প্রশাসন এবং প্রয়োজনে সেনা মোতায়েনের ব্যবস্থা করুন।
নির্বাচন পরিচালনায় স্বাধীন ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দিন।
🟡 উপসংহার:
সংস্কার ছাড়া নির্বাচন মানে জনগণের সাথে প্রতারণা।
স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রে ফিরে যেতে হলে সংলাপ, সংস্কার ও ন্যায়বিচারই একমাত্র পথ।
বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP) দৃঢ়ভাবে ঘোষণা করছে:
> "এখনই সময়— সংলাপের, সংস্কারের, এবং জনগণের রাজনীতির পথে ফিরে আসার।"
✍️
হাজী হালিম রাজ
আহ্বায়ক
বাংলাদেশ মাতৃভূমি দল (BMLP)
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.