জলের মতই স্বাদহীন- ইমরান খান রাজ
আমি বাতাসের মতো মুক্ত
আমি পাহাড়ের মতো শক্ত
হারিয়ে যাই অজানায়
মিলিয়ে যাই অচেনায়।
আমি জলের মতই স্বাদহীন
আমি স্রোতের মতই বাধাহীন
চলি সহজ শান্ত পথে
চলি ক্লান্ত পাখির সাথে।
আমি মুক্তোর মতো স্বচ্ছ
শুকনো পাতার মতো তুচ্ছ
মিলিয়ে যাই রাতের আধারে
পিছুটান নেই কোন বাহারে।
ঠিকানা-
হোল্ডিং নাম্বার: ১৪৯, গ্রামঃ সাতভিটা, পোস্ট অফিসঃ নারিশা-১৩৩২, উপজেলাঃ দোহার, জেলাঃ ঢাকা