জেলা প্রতিনিধি নীলফামারী:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম,সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১৯ আগস্ট মঙ্গলবার নীলফামীর জলঢাকায় বিশাল আনন্দ মিছিল করেছে জলঢাকা পৌর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিকালে জলঢাকা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন উপজেলা,পৌর,থানা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে স্থানীয় জলঢাকা জিরো পয়েন্ট মোরে ও আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সমবেত হয়।
আরও পড়ুনঃ কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন
নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জলঢকা পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল শুভ উদ্বোধন করেন জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি ।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সিনিয়র যুগ্ন আহবায়ক মানিকুজ্জামান দুলাল, যুগ্ন আহ্বায়ক রশিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর ইসলাম আলম,যুবদল নেতা তোহরাব হোসেন ইমন,আশরাফুল ইসলাম,আতিকুল ইসলাম, শফিকুল
ইসলাম,ছাত্রদলের হারুন অর রশীদ,সোয়েল রানা দেওয়ানী, রিশাদ
পরে সেখান থেকে জলঢাকা পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মানিকুজ্জামান দুলাল ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল বর্ণিল আনন্দ মিছিল বের হয়ে জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোরে শেষ হয়।