মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
বরিশালের বাবুগঞ্জের এক সাধারণ মেয়ে আজ অসাধারণ এক প্রেরণার নাম। অদম্য ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম আর আল্লাহর অশেষ রহমতে তিনি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।
শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল ভিন্ন কিছু করার। যখন সহপাঠীরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আঁকতো, তখন তিনি দৃঢ় কণ্ঠে বলতেন— “আমি ভিন্ন কিছু হতে চাই।” সেই স্বপ্নই আজ তাঁকে পৌঁছে দিয়েছে বিচারকের আসনে।
সাফল্যের এই পথচলায় পাশে ছিল তাঁর পরিবার। রাতভর মেয়ের পাশে জেগে থাকা মা, সাহস জোগানো বাবা—তাঁদের ত্যাগই আজ বাস্তব রূপ নিয়েছে। তাই হালিমাতুস সাদিয়া বলেন—
আরও পড়ুনঃ গজারিয়ায় বনার্ঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
“জজ হওয়া আমার সাফল্য, কিন্তু মা–বাবাকে গর্বিত করতে পারা আমার সবচেয়ে বড় আনন্দ।”
এখন তাঁর একমাত্র লক্ষ্য— সততার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা।
হালিমাতুস সাদিয়ার এই গল্প প্রমাণ করে— স্বপ্ন যদি সত্যিকারের হয়, ইচ্ছাশক্তি যদি অটল থাকে, আর পরিশ্রম যদি থামে না— তবে কোনো বাধাই স্বপ্নকে আটকাতে পারে না।
এ যেন হাজারো তরুণ–তরুণীর জন্য আলোকবর্তিকার মতো এক অনুপ্রেরণা।