ডেস্ক রিপোর্টঃ
কানাডার এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে তারই এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা ঘটেছে ব্যারি শহরে। সেখানে ম্যাপল রিজ সেকেন্ডারি স্কুলে সঙ্গীতের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেনিফার এলিস লরেন্স (৩১)।
কিন্তু পেশাগত এই দায়িত্বের পাশাপাশি তিনি কমবয়সী শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। অভিযোগে বলা হয়েছে তিনি যৌন শোষণ, শিশু প্রলোভন, যৌন নিপীড়ন এবং ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে যৌন সুখ উপভোগ করার চেষ্টা করতেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এসব ঘটনা ঘটে। এপ্রিলের শেষ দিকে লরেন্সকে শিক্ষকতার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। লরেন্স চার বছর ধরে একজন অনুমোদিত শিক্ষক হিসেবে কাজ করছিলেন।
আরও পড়ুনঃ মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ আটক ২
অন্টারিও কলেজ অব টিচার্স জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ‘ভাল অবস্থানে’ রয়েছেন। তবে তার শিক্ষকতা বা শিশুদের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বর্তমানে নিষিদ্ধ। লরেন্সকে আদালতে হাজির করার শর্তে এক হাজার ডলারের প্রতিশ্রুতিতে মুক্তি দেয়া হয়েছে।
আদালতের আদেশে তাকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা, শিশুদের সঙ্গে যোগাযোগ, কিংবা অভিভাবকসুলভ বা নেতৃত্বমূলক দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তার আইনজীবী সমান উইক্রামাসিংহে জানিয়েছেন, চলমান মামলার কারণে তিনি বা তার মক্কেল কোনো মন্তব্য করতে অপারগ।
সিমকো কাউন্টি জেলা স্কুল বোর্ড, যারা ম্যাপল রিজ স্কুল পরিচালনা করে, শিক্ষক বা মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
আরও পড়ুনঃ চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াতের ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ জন
এ বিষয়ে সব প্রশ্ন ব্যারি পুলিশের কাছে পাঠিয়েছে। ব্যারি পুলিশ বিভাগও আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো তথ্য প্রকাশ করেনি। আদালত এপ্রিল মাসে দুইটি পৃথক বিষয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে- একটি অভিযোগকারী ছাত্রের পরিচয় রক্ষা এবং অন্যটি আদালতে উপস্থাপিত প্রমাণাদি প্রকাশ না করার জন্য। বর্তমানে এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। জেনিফার লরেন্স মাসেই ভার্চুয়াল আদালতে হাজির হবেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.