মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে ঘাগোয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে তিনি প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এমন কার্যকলাপে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামুন এসব অভিযান থেকে রেহাই পেয়ে যান। ফলে তিনি কার্যত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এলাকার একাধিক বাসিন্দা বলেন, “আমাদের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। আমরা বারবার ইউএনও অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। প্রভাবশালীদের ছত্রছায়ায় মামুন দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।”
আরও পড়ুনঃ রাজাপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল গ্রেপ্তার
এ বিষয়ে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।”
তবে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অবৈধ ড্রেজার মেশিন চালাই না। এটা রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা মাত্র।”
উল্লেখ্য, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের সঠিক পদক্ষেপ না থাকলে এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও জনজীবনের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।