মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টার এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
আরও পড়ুনঃ রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ এবং আহত ১জন
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, স্কাউট প্রতিনিধি সাথী, শালমারা ইউনিয়নের জুলাই শহীদ যোদ্ধা জুয়েলের মা, জুলাই যোদ্ধা তাহসিন, সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব, হোসাইন এবং জান্নাতুল আরিফ শ্রাবনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ সচেতনতা, মূল্যবোধের চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।