গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আব্দুল কাদের
ঝরছে টানা বৃষ্টির ফোঁটা
সকাল দুপুর সাঁঝে
বৃষ্টি এলে বাড়ে কষ্ট
সবার হৃদয় মাঝে ।
মনে লাগে ভয়ের কারণ
একলা ঘরে বসে
বৃষ্টি -ঝড়ে আছড়ে পড়ে
বিদ্যুৎ লাইনে ধ্বসে ।
দিন দুপুরে অন্ধকারে
চারপাশে হয় ঢাকা
জনজীবন বিঘ্ন ঘটায়
বৃষ্টি ছন্দ -আঁকা ।
আরও পড়ুনঃ আমি কে? – হালিমা সুলতানা
বৃষ্টি ফোঁটায় বাঁধা থাকে
টিনের চালে বাঁধা,
শ্যাওলা জমে পুকুর পাড়ে
পিছলে মাটি কাদা ।
মেঠো পথে হাঁটতে গেলে
কাদা লাগে গায়ে
ছাতা ছাড়া চলাফেরা
কষ্ট বাড়ে পায়ে ।