রোকেয়া বগুড়া জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
২৭ জুন শুক্রবার মরিয়া বন্ধু জোট একতা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত উক্ত খেলায সভাপত্ব করেন মোঃমশিউর রহমান সুমন যুগ্ন আহবায়ক গাবতলী উপজেলা যুবদল এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোঃখলিলুর
রহমান( খলিল)মহিষাবান ইউনিয়ন বিএনপি’র নির্বাহী সদস্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃতৌমিরুল ইসলাম তৌকির, গাবতলী উপজেলার সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল ও সভাপতি মহিষাবান ইউনিয়ন ছাত্রদল,বিশেষ অতিথি হিসেবে
আরও পড়ুনঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত
উপস্থিত ছিলেন মোঃমোজাফফর রহমান সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী উপজেলা শাখা, আয়োজক এস,এম,রাঙ্গা, পরিচালনায় আবু সাঈদ, নাজমুল, জিহাদ, রাব্বি, হারুন,, টুকু সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।