গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পূর্ব মহিষাবান গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়িতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ জুম্মা মহিষাবান জিয়া পরিবারে পক্ষ থেকে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর ত্যাগ এবং গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলোচনার শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ:অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ আমরা তাঁর স্বামীর পৈত্রিক ভিটায় সমবেত হয়ে আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করছি।”
সভাপতিত্ব করেন মোঃ খায়রুজ্জামান, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদাক গাবতলী থানা বিএনপির ও সাধারণ সম্পাদক মহিষাবান ইউনিয়ন বিএনপি জনাব মোঃ এম.আর ইসলাম রিপন,বিশেষ অতিথি মোঃ আব্দুল মজিদ মন্ডল, চেয়ারম্যান, ৮নং মহিষাবান ইউনিয়ান,মোঃ মোতাহার আলী মন্ডল, সাবেক চেয়ারম্যান, ৮নং মহিষাবান ইউনিয়ন,মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,মহিষাবান ইউনিয়ন বিএনপি,মোঃ শফিউল আলম (শাফি), সাবেক কার্যনির্বাহী সদস্য, বগুড়া জেলা ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ আক্কাস আলী মন্ডল ও মোঃ সজিব মিয়া,’ সদস্য’ জিয়া পরিবার।দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও ওলামা দলের নেতৃবৃন্দ। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।