মোজাফফর রহমান বগুড়া জেলার সিনিয়ার রিপোর্টারঃ
১১/৭/২০২৫ তারিখ রাত্রি ০০.১৫ ঘটিকার সময় বিপ্লব হাসান(৩২)পিতা খোরশেদ গ্রাম বটিয়াভাঙ্গা থানা গাবতলী জেলা বগুড়াকে দুর্গাহাটা ইলান বাজার জামে মসজিদের পার্শ্বে হইতে নিষিদ্ধ ঘোষিত ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
উক্ত ব্যক্তি বেশ কিছুদিন যাব মাদকদ্রব্য বিক্রি করিয়া এলাকার যুব সমাজের ক্ষতি করে আসছিল।তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করে লামার কোয়ান্টাম কসমো স্কুল
অপর জুয়া মামলার পলাতক আসামি সোহাগ প্রামানিক (২৫)পিতা লেবু প্রামানিক গ্রাম রানীর পাড়া থানা গাবতলী জেলা বগুড়াকে মহিসাবান ইউপি এলাকা হইতে গ্রেপ্তার করা হয়।
উভয় আসামিকে নিয়ম অনুসারে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। অপরাধ দবনে গাবতলী মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।।