গাবতলীতে বসতবাড়ি ভাংচুর করায় থানায় অভিযোগ
মোজাফফর রহমান রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন বাগবাড়ি গ্রামে বসতবাড়ি ভাংচুর করা ই
গাবতলী থানায় অভিযোগ ।
অভিযোগ সূত্রে জানাগেছে, নশিপুর ইউনিয়নে বাগবাড়ী গ্রামের মোঃ ইন্তাজুল পিতাঃকানিছা প্রাঃগ্রাঃ বাগবাড়ী প্রতিবেশীর সাথে দীর্ঘদিন ধরে জমির জমার বিরোধ চলে আছিলো ঘটনার দিন শুক্রবার (১আগস্ট ) রাত ৮ টায় প্রতিবেশীরা তার বাড়িতে বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও টাকা পয়শা লুট করে।
এসময় বাধা দিলে মেহের আলির হুকুমে বাদীর ফুবু মোছঃরিজিয়া (৭০) কে হুমকি ধামকি দেয়ে হামলা কারীরা।উক্ত
ঘটনায় দিবাগত রাতে ইন্তাজুল বাদী হয়ে মোঃ সেরাজুল পিতাঃ কানছে প্রাঃ শহিদুল,রফিকুল উভয়ের পিতাঃসেরাজুল, শিল্পী স্বামীঃশহিদুল, সুলতানা স্বামী রফিকুল, সহ অজ্ঞাতনা ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।
ওসি সেরাজুল হক বলে এখনো অভিযোগ পাওয়া যায়নি যদি অভিযোগ পাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে