মোজাফফর রহমান বগুড়া জেলা সিনিয়র রিপোর্টঃ
বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাংচুর নারীর চোখ জখম করা মামলায় যুবদলনেতা বাশার (৩৫)কে পুলিশ গ্রেফতার করে-জেল হাজতে প্রেরন করেছে।
গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাশার রামেশ্বরপুর ইউনিয়নের বড় সাগাটিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক খোকার ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, রামেশ্বরপুর বড় সাগাটিয়া গ্রামের মৃগ আব্দুল কাদেরের ছেলে সৌদী প্রবাসী শফিকুল ইসলাম এজাহারে বলেছেন, প্রতিবেশীর সাথে তার টাকা পয়শা নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন সোমবার (১৪ জুলাই) রাত ৮ টায় প্রতিবেশীরা তার বাড়িতে বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও টাকা পয়শা সোনার গহনা লুট করে।
এসময় বাধা দিলে যুবদলনেতা বাসারের হুকুমে বাদীর স্ত্রী কল্পনা বেগম (৪৫) কে রডের আঘাতে বাম চোখ থেতলে গুরুতর জখম করে দেয় হামলা কারীরা। বাদীর মেয়েকে শ্লীলতাহানিও ঘটয়। আহত বাদীর স্ত্রী কল্পনা বেগমকে গাবতলী উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় ঘটনার দিনগত রাতে শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাশারকে প্রধান আসামী করে গাবতলী মডেল থানায় ওয়াদুদ, মোঃ রতন, রাবু মিয়া, মনোয়ার হোসেন রিমন পিলু, শহিদ হোসেন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে।
ওসি সেরাজুল হক বলেম, বসতবাড়ি ভাংচুর মামলায় যুবদলনেতা বাসারকে রাতেই গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।