গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের পাইকরতলী গ্রামে প্রতিপক্ষ বসতবাড়ীতে আগুন দিয়ে জ্বলিয়ে দেয়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বগুড়া জেলার গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের পাইকরতলী গ্রামে মৃত শাহজাহান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে।
প্রতিপক্ষ পূর্বশক্রতার জের ধরে গত ২৮ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় শহিদুল ইসলামের বসতবাড়ীতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। উক্ত আগুনে ঘরের আসাবাবপত্র, ধান, চাউল, নগদ টাকা সহ পড়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
আরও পড়ুনঃ গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপির দুই নেতা গ্রেফতার
প্রতিপক্ষদের গাবতলী মডেল থানায় একাধিকবার আপোষ মিমাংসার জন্য ডাকা হলে তাহারা তা মান্য করে নাই। উক্ত ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মোঃ আব্দুস সামাদ সহ ০৯ জন কে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।