জসিনুর রহমানের জেলা প্রতিনিধি নীলফামারী:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলঢাকার সকল সাংবাদিক বৃন্দ। ।
শনিবার (৯ আগস্ট)সকাল ১১ ঘটিকায় জলঢাকা থানা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জলঢাকাব সাংবাদিকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ উপজেলা জমিয়তের মতবিনিময় সভা
মানববন্ধনে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহ- সাধারণ সম্পাদক জসিনুর রহমান,বিভিন্ন ইউনিটের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি—এটি উদ্বেগজনক।
যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
আরও পড়ুনঃবারহাট্টা উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন
এ হত্যাকাণ্ডে জলঢাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাংবাদিক তুহিন ছিলেন উপজেলার মধ্য ভাটিপাড়া গ্রামের পিতা হাসান জমিলের কনিষ্ঠ সন্তান। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট।
২০০৫ সাল থেকে তিনি গাজীপুরের চান্দনা এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর ঈদগাঁ মাঠে জুমার নামাজ শেষে প্রথম জানাজা এবং বাদ আছর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।