মোঃ আলমগীর মোল্লা
কাপাসিয়ার ঘটনাটা বেশ জমজমাট! আজ ১৭ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় গাজীপুর‑৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সঙ্গে ছিলেন জামায়াতের পাঁচ নেতা—জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।
ফরম হাতে নিয়ে সালাউদ্দিন আইউবী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই সবাইকে নিয়ে কাজ করবেন, আর কাপাসিয়ায় তাঁরাই প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন বলে জানান। ইতিমধ্যে প্রচার ব্যানার, ফেস্টুন সব সরিয়ে ফেলা হয়েছে, আর দলের কর্মীদের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।