মোঃ আলমগীর মোল্লাঃ
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই গরু সহ ৭ চোরকে ১৭ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
জানা যায় গত ০২ জুলাই বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার পূর্বে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন নাগড়ি ইউনিয়নের বড়কাউ ২৫নং সেক্টর এলাকার মৃত গুল মোহাম্মদ এর পুত্র মোঃ কবির মিয়া (৫০), প্রতিদিনের ন্যায় তার গৃহপালিত কালো রংয়ের গরুকে (গাভী) ঘাস খাওয়ার জন্য বাড়ীর পাশের জমিতে বাধা ছিল।
এই সুযোগে অজ্ঞাতনামা চোর দিনের বেলায় সকাল অনুমান ০৪.৩০ ঘটিকার পরবর্তী যেকোন সময়ে গরুটি চুরি করে নিয়ে যায়। কবির মিয়া একজন দরিদ্র মানুষ, অতিকষ্টে দিনাতিপাত করে থাকে। উক্ত গরুটি চুরি হওয়ার পর তাহারা দিশেহারা হয়ে গরুটি বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে পান না।
আরও পড়ুনঃ বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কথা বাদ দিয়ে একটি কথিত পালিত রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হতে চায়
পরে স্থানীয় এনডি কোম্পানীর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পায় যে, একটি নীল রংয়ের পিকআপ গাড়ী যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৫-৭৮১৬ তে গাড়ীর ড্রাইভার সহ মোট ০৫ জন অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর কালো রংয়ের গাভী গরু যাহার মূল্য অনুমান ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা প্রকাশ্যে দিনের আলোতে চুরি করিয়া নিয়ে যায়। কালীগঞ্জ থানায় গরু চুরি সংক্রান্তে একটি এজাহার দায়ের করেন।
উক্ত এজাহারের প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় গরু চুরি মামলা নং-০৪, তাং-০৬-০৭-২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হলে মামলার তদন্তভার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম গ্রহন করিয়া আসামীদেরকে গ্রেফতার এবং বাদীর চোরাই গরু উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করিতে থাকে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন এর নির্দেশনায় এসআই(নিঃ) রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরের ছবি সনাক্ত করে।
আরও পড়ুনঃ কাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের রাজনীতি অঙ্গনে এত হানাহানি ভাইয়ের শত্রু ভাই
উক্ত চোরদেরকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশস্ত সোর্সের গোপন তথ্যের মাধ্যমে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম জানতে পারে যে, আসামীগন পিকআপ যোগে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় পুনরায় গরু চুরি করার সম্ভাবনা রহিয়াছে।
এসআই(নিঃ) রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান পরিচালনা করে গত ১৭ জুলাই বিকাল অনুমান ০৫.৩৫ ঘটিকার সময় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বড়কাউ বাজারস্থ হরদি বাজার এলাকা হতে ৩জন আসামীকে গ্রেফতার করে।
গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৫-৭৮১৬ টি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।গ্রেফতারকৃত ৩জন আসামীর স্বীকারোক্তিতে এবং তাহাদের সনাক্ত মতে ঘটনায় জড়িত উপরোক্ত আরো ২জন আসামীকে ডিএমপি খিলক্ষেত থানা এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে চোরাই গরুর কথা জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, তাহাদের সহযোগী আরো ২জন আসামীর নিকট বাদীর গাভী গরুটি বিক্রয় করিয়াছে।
গ্রেফতারকৃত সকল আসামীদের সাথে নিয়ে একই দিন রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা হইতে আরো ২জনকে (বাদীর গাভী গরুটি উদ্ধার) গ্রেফতার করে।
আরও পড়ুনঃ দিন দিন চলছে অনাকাঙ্ক্ষিত আচার ব্যবহার ও ঘটনা সুস্বাস্থ্য ও সু শিক্ষা আমাদের দেশ থেকে উঠে গেছে
চুরির ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে আসামীগন সত্যতা স্বীকার করেন।উক্ত চুরি হওয়া গরু উদ্ধারে বাদী কবির মিয়ার মুখে হাসি ফিরে এসেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ জুয়েল রানা (৩৫), পিতা-মোঃ অলি উল্লাহ, মাতা- মোসাঃ জোৎসনা বেগম, স্থায়ী সাং-কনুর বড় দীঘির পাড়, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর, এপি সাং- আদি মসজিদ (আফাজ মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া) ১০নং ওয়ার্ড দারুস সালাম ঢাকা, হাউজ নং-৬৫, থানা- দারুস সালাম, ডিএমপি, ঢাকা,
২। মোঃ শরিফুল ইসলাম (৩৪) পিতা মোঃ লিয়াকত আলী, মাতা মোসাঃ বেদনা বেগম, সাং- কানারচর (১নং ওয়ার্ড হযরতপুর ইউপি) থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ৩। মোঃ সদর আলী (৩৬) পিতা মোঃ আছমত আলী, মাতা- মৃত নূর জাহান বেগম, সাং- কানারচর, (১নং ওয়ার্ড হযরতপুর ইউপি) থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা,
৪। মোঃ আশরাফুল ইসলাম (২০), পিতা- মৃত ছাত্তার মিয়া, মাতা- ছালেহা বেগম, সাং- কানারচর, (১নং ওয়ার্ড হযরতপুর ইউপি) থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, ৫। মোঃ মোস্তফা মিয়া (২০) পিতা- মোঃ ছলিম হোসেন, মাতা- নাজমা বেগম, সাং- কানারচর, (১নং ওয়ার্ড হযরতপুর ইউপি) থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা,
৬। মোঃ চুন্নু মিয়া (৫৫) পিতা- মৃত শামছুল হক, মাতা- মৃত হাসিনা বেগম, সাং-হেমায়েতপুর যাদুরচর (বড় মসজিদ রোড), থানা-সাভার, জেলা-ঢাকা, ৭। মোঃ নজরুল ইসলাম (৩৬) পিতা- মৃত আহাম্মদ আলী, মাতা- আয়েশা খাতুন, সাং- বুজুর মহাদেবপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান সাং-হেমায়েতপুর যাদুরচর (বড় মসজিদ রোড), থানা-সাভার, জেলা- চোরদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.