গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠের পার এলাকায় সন্ত্রাসী মজনু এবং শিবলু মিয়ার নেতৃত্বে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি, জমি দখল, হুমকি-ধামকি এবং নানা ধরনের অপরাধ করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, বারবার প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সন্ত্রাসীদের দাপটে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ আন্তঃজেলা ডাকাত, নওগাঁ ডিবি পুলিশের কাছে হস্তান্তর
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার অভিযোগ করার পরও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? প্রশাসন কি কারো কাছে দায়বদ্ধ, নাকি বড় কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেবে?”
এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।