মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধা থেকে ২০.কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাইবান্ধা র্যাব-১৩।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ গাইবান্ধার একটি দল বুধবার (তারিখ উল্লেখ করুন) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীসহ দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লালমনিরহাটসহ আশেপাশের জেলায় সরবরাহ করছিল।
র্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।