গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি ক্ষমতার দাপটে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে চলেছেন।
স্থানীয়দের অভিযোগ, মামুনের মালিকানাধীন অবৈধ কয়েকটি কাঁকড়া (ট্রাকজাতীয় বাহন) দিনে-রাতে বালু পরিবহন করায় এলাকার সড়কগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। এতে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।
এছাড়া পঁচারকুড়া ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বাঁধের দু'পাশে লক্ষ লক্ষ টাকার বালু রাখায় বাঁধটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় বাঁধ ভেঙে ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে।
আরও পড়ুনঃ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস প্রয়োজন আছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
অভিযোগ রয়েছে, সরকারি খাস খতিয়ানের প্রায় ১০ বিঘা জমি মামুন দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন এবং মাছজীবী পরিবারগুলোকে সেই জমি থেকে বিতাড়িত করে সেখানে একক প্রভাব বিস্তার করছেন। পাশেই তার একটি মাছের আড়তে নিয়মিত চাঁদাবাজির ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।
বাধা দিলে মামুনের পক্ষ থেকে হামলা ও হুমকির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। ফলে কেউ মুখ খুলতে সাহস পান না। এদিকে স্থানীয়রা দ্রুত অবৈধ ড্রেজার মেশিন অপসারণ এবং মামুনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়ম, দখলদারি ও পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরণের দুর্যোগ নেমে আসতে পারে পুরো অঞ্চলে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.