শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

গাইবান্ধায় নিয়োগ জালিয়াতি প্রমাণের আড়াই বছরেও ৪ শিক্ষক বহাল তবিয়তে!

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ার দীর্ঘ আড়াই বছর পার হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অভিযুক্তরা বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছেন।

সূত্র জানায়, ২০২৩ সালের ২৪ জানুয়ারি জনৈক সাংবাদিক গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া কমিউনিটি বিদ্যালয় (বর্তমানে সরকারিকৃত) এর শিক্ষক ফরহাদ হোসেন, জান্নাতুল ফেরদৌসী এবং বৌলেরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারিকৃত) এর সহকারী শিক্ষিকা মোছাঃ সাথী আক্তার ও শাহানারা খাতুনের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেন।

অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন। তদন্তে জানা যায়, স্বাক্ষর ও সীল যাচাইয়ে অনিয়ম, একই ব্যক্তির দ্বৈত স্বাক্ষর, ঠিকানা ও নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘনসহ নানা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

বিশেষ করে, সহকারী শিক্ষিকা মোছাঃ সাথী আক্তারের সার্ভিস বুক ও তথ্য ফরমে এলোমেলো স্বাক্ষর ও সীল দেখা যায়, যা অফিসিয়াল নথির সাথে মেলেনি। অন্যদিকে শাহানারা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা হয়েও গাইবান্ধা সদর উপজেলার প্রার্থী হিসেবে নিয়োগ পেয়েছেন, যা নিয়োগ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুনঃ মোরেলগঞ্জের সন্ন্যাসীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তদন্তে আরও উল্লেখ করা হয়, তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২০১৫ সালে যে সংযুক্তি আদেশ জারি করেন, তাতেও উপজেলা শিক্ষা অফিসার, পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরে ভিন্নতা লক্ষ্য করা গেছে, যা জালিয়াতির সন্দেহকে আরও প্রবল করে।

চূড়ান্ত ব্যবস্থা নেই, রহস্যজনক নীরবতা, তদন্তে নিয়োগ জালিয়াতি সনাক্ত হলেও দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সচেতন মহল প্রশ্ন তুলেছেন – “তদন্তের পরও কেন অভিযুক্তরা বহাল তবিয়তে রয়েছেন? প্রশাসনের নীরবতা কার স্বার্থে?”

তারা জরুরি ভিত্তিতে উক্ত চার শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর