মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু-ছাগল, শুকর, সেলাই মেশিন, ফলজ ও বনজ চারা, সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় ছালেহ আহামদ উচ্চবিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য লাল জার বম। পরিচালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাসের।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, “এই প্রাপ্য আপনাদের, এটি কোন অনুদান নয় বরং আপনারা অধিকারবলে পাচ্ছেন। আমাদের দায়িত্ব এটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ভবিষ্যতে আমরা সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মংএ চিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, দক্ষিণ চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রফিক বসরী এবং এসআই উজ্জল।
এছাড়াও উপস্থিত ছিলেন হার্টিকালচারের উপপরিচালক লিটন দেবনাথ, সদর ইউনিয়ন আমির মাস্টার আবদুল গফুর, বাইশারী ইউনিয়ন আমির মোঃ ছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।