শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত সপ্তাহে বৃহস্পতিবার ৩১ জুলাই ব্রংক্সের পার্কচেস্টার জামে মসজিদে বাংলাদেশী বংশোদ্ভুত পুলিশ অফিসার দিদারুল ইসলামের আনুষ্ঠানিক ফিউনেরাল হয়। এই সময় মসজিদের সামনে ও পার্শ্ববতীর্ হোয়াইট প্লেইন্স রোডে দশ হাজারেরও বেশি পুলিশ অফিসার সহ সাধারণ মানুষ সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ শেষ বিদায় জানায়।

মসজিদের অভ্যন্তরে দোয়া মাহফিলে উপস্থিত হন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল, মেয়র এরিক এডামস, পুলিশ কমিশনার জেসিকা টিশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এখানে গভর্নর হকুল সাদা শার্টের ওপর কালো স্যুট পরেছিলেন। তার মাথা ও গলায় জড়ানো ছিল কালো স্কার্ফ বা হিজাব।

নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এই খবর ছেপেছে। যার শিরোনাম ‘ফিউনেরালে হকুলের হেডস্কার্ফ ব্যবহারে জি.ও.পি সিনেটর বিরক্ত’। ঘটনাটি হলো, গভর্নর হকুলের হিজাব পরা ছবিটি কারো সোশাল মিডিয়ায় পোস্ট করে তার নিচে প্রশ্ন করা হয় ‘Why the governor was wearing a hijab?’। এই সোশাল মিডিয়া পোস্টটি শেয়ার করেন টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তিনি তাতে কমেন্ট করেন ‘Um, wut?’ অর্থাৎ ‘হুম, হোয়াট?’

আরও পড়ুনঃ গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য

নিউইয়র্ক টাইমস ব্যাখ্যা করেছে, মসজিদের ভেতরে নারীরা সাধারণত ধমীর্য় পোশাক পরে যান। তাদের পৃথক বসতে দেয়া হয়। যদিও গভর্নর ও মেয়র এরিক এডামস পাশাপাশি বসেছিলেন। অনেক পুরুষ মাথায় টুপি পরেন সেখানে। এটাই মুসলিম ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও রীতি।

টাইমস লিখছে, উক্ত ফিউনেরালে মসজিদের লেকটার্নে দাঁড়িয়ে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন অফিসার দিদারুল ইসলাম সম্পর্কে। এ সময় তাঁর মাথায়ও কালো হেডস্কার্ফ ছিল। এ সময় মসজিদের বাইরে শতাধিক নারী অপেক্ষায় ছিলেন। এদের মধ্যে অধিকাংশই ইউনিফর্মধারী পুলিশ অফিসার। তাদের প্রত্যেকের মাথায়ই স্কার্ফ ছিল।

সিনেটর টেড ক্রুজের উক্ত কমেন্টের উত্তরে নিজের ‘এক্স’এ গভর্নর হকুল ‘Respecting a grieving family’s faith is ‘wut’ leaders and anyone with basic decency would do.’

বিষয়টি সেখানে থেমে থাকেনি। শনিবার কাউন্সিল অন আমেরিকান—ইসলামিক রিলেশন্স উক্ত মন্তব্যের জন্য সিনেটর ক্রুজকে গভর্নরের কাছে এবং দিদারুল ইসলামের ফ্যামিলির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান বলে লিখেছে টাইমস।
গভর্নর হকুলের কমেন্টের প্রত্যুত্তরে সিনেটর ক্রুজ রবিবার লেখেন ‘তোমার প্রতিদিনই হিজাব পরা উচিত, কারণ তুমি অত্যন্ত ড্যাম ডিসেন্ট।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category