মকবুলহোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় বুধিয়া মার্কেটের পিছনে (চামড়া গুদামের ভেতরে)আমির সালমান রনি, গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) ১৮ই জুলাই শুক্রবার রাত ৮ঃ৩০ ঘটিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্সধারী দেশি মদ বিক্রেতা জাহানার আহমেদ এর দোকানে অনুমোদনবিহীন ব্যক্তিদেরকে দেশি মদ এবং অনুমোদনবিহীন বিদেশি মদ ও গাজা বিক্রয় করা অবস্থায় মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম ধৃত হয়।
আরও পড়ুনঃ গজারিয়ায় অবৈধ অস্ত্রের গুলিতে দুইজন আহত.মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
এছাড়া অনুমোদন ব্যতীত দেশি মদ সেবন করা অবস্থায় মো: ফাহাদ নামে অপর একজন গ্রেফতার করা হয়। উক্ত অপরাধের কারণে মো: ফাহাদ কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মাসুদ রানা সেলিম এর বিরুদ্ধে মামলা রুজু করার জন্য গফরগাঁও থানায় প্রেরণ করা হয়।