মোঃ দুলাল সরকার, গজারিয়া(মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ায় গেন্ডারি ক্ষেতের শিয়াল তাড়ানোর ফাঁদের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন(১৬) নামে এক যুবক নিহত হয়েছে।
উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলসকান্দি গ্রামের মোঃ মিন্টু মিয়ার গেন্ডারির জমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া শাহিন টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মোঃজহিরুল ইসলামের দ্বিতীয় সংসারের ছেলে বলে জানা যায়।তবে নিহত শাহিন মায়ের সঙ্গে নানা বাড়ি হোসেন্দি ইউনিয়নের ইসমানিচর গ্রামে বসবাস করতেন।
জানাযায়,গতকাল মঙ্গলবার রাতে এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার মা।সারারাত নিহত শাহিনের মা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও পায়নি তার সন্ধান।
নিহত শামীমের ‘মা’শিল্পী আক্তার(৪০)জানায়,
সারারাত খুঁজেছি পাইনি আমার শাহিন কে।পরে আজ সকালে আমার বোনের বাড়িতে খুঁজতে নাগের চর গেলে তারাও বলে সেখানে আসেনি আমার শামীম।পরে তাত্ক্ষণিক খবর পেলাম আমার ছেলের লাশ নাকি গেন্ডারি ক্ষেতে পড়ে আছে।
এ বিষয়ে হোসেন্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ কিরন হোসেন মেম্বার জানায়,খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান এবং পুলিশ কে খবর দেন।তিনি আরো জানায়,আখ ক্ষেতের মালিকের ছেলে তাদের জানায়,তার বাবাকে আখ ক্ষেতে শিয়াল তাড়ানোর জন্য বিদ্যুৎ এর সংযোগ দিতে নিষেধ করেছি।তার বাবা তারপরও দিয়েছে।
এ বিষয়ে আখ ক্ষেতের মালিক মিন্টু মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বসতঘরে তালা ঝুলতে দেখা যায়।
আরও পড়ুনঃ লামায় দুর্গম পাহাড়ি জনপদে যাতায়াত ব্যবস্থা দুর্ভোগ চরমে
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানায়,সংবাদ পেয়ে তারা ঘটনা স্থলে পুলিশ পৌঁছায়,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরে পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কেউ মামলা করার জন্য আসেনি।
স্থানীয়দের সঙ্গে কথা বললে,তারা জানায় হোসেন্দি ইউনিয়নে রাজনৈতিক কারনে দুটি গ্রুপ সব সময় সক্রিয় থাকে।অনেক কে অনেক ভাবে হত্যা করা হয়েছে এ ইউনিয়নে বিগত সময়ে।তাই বিষয়টি একটু খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।জনমনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে, নিহত শাহিন কি সত্যি গেন্ডারি ক্ষেতে গেন্ডারি আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে, নাকি অন্য কোনো