মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গজারিয়ায় মরা মুরগি বিক্রির অভিযোগে বিক্রেতা ও ক্রেতার মধ্যে হাতাহাতির অভিযোগ ওঠে।
রোববার (০১) চারটা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সংলগ্ন তৌহিদুল ইসলামের দুই কন্যা পোল্ট্রি ফার্মে এই হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযুক্তকারী মুরগির ক্রেতা সোলায়মান বলে, আমি সাড়ে তিন কেজি ওজনের দুইটি মুরগি দিতে বলি। সে আমাকে বেছে বেছে দুইটি দুর্বল মুরগি পাল্লার সামনে নিয়ে এসে ৩ কেজি ৬শত গ্রাম হয়।
মুরগির জবাই করার সময় তার বালটিতে থাকা মরা মুরগি আমাকে জবাই করে দেয়। মুরগী গুলো আমার সন্দেহ হলে বিক্রেতার কাছে জানতে চাই যে আপনি আমাকে মরা মুরগি দিলেন কেন। তখনই সে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় মুরগি ফেরত দিতে চাইলে দোকান মালিক বিভিন্নভাবে তালবাহানা শুরু করে।