মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
“চাই পরিবেশবান্ধব সমাজ গড়তে” এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হলো বড়ইকান্দি স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন–৬ এর ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাধীনতা এফসি বনাম রেনেসাঁ এফসি। দর্শকপ্রবাহ ও প্রাণবন্ত উপস্থিতি ফাইনাল ম্যাচটিকে রঙিন ও স্মরণীয় করে তোলে। খেলায় অংশ নেওয়া দুই দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোদ্দাছের হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির নেতা ও সমাজসেবক মিন্টু খন্দকার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল খন্দকার, আবুল কালাম।
আরও পড়ুনঃ হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামে গণ্যমান্য ব্যক্তি সাবেক সেনা সদস্য আলমগীর হোসেন, রাজা প্রধান,খোরশেদ মোল্লা, সুরুজ মোল্লা, ইমাম হোসেন খন্দকার,। সহকারী শিক্ষক ও সাংবাদিক শাহাদাত হোসেন, এডভোকেট মনিরুজ্জামান সুমন, মোহাম্মদ সাইদুল মোল্লা সাবেক বিডিআর এর সদস্য, জহিরুল ইসলাম, মহিউদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবান্ধব সমাজ গড়তে খেলাধুলা ও সচেতনতা একত্রে কাজ করতে পারে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মাঝে সম্প্রীতি, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করেন স্থানীয়রা।
তথ্য সূত্র: শাহাদাত সায়মন।