বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

গজারিয়ায় বড়ইকান্দি স্পোর্টস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
গজারিয়ায় বড়ইকান্দি স্পোর্টস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

“চাই পরিবেশবান্ধব সমাজ গড়তে” এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হলো বড়ইকান্দি স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন–৬ এর ফাইনাল খেলা।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাধীনতা এফসি বনাম রেনেসাঁ এফসি। দর্শকপ্রবাহ ও প্রাণবন্ত উপস্থিতি ফাইনাল ম্যাচটিকে রঙিন ও স্মরণীয় করে তোলে। খেলায় অংশ নেওয়া দুই দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোদ্দাছের হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির নেতা ও সমাজসেবক মিন্টু খন্দকার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল খন্দকার, আবুল কালাম।

আরও পড়ুনঃ হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামে গণ্যমান্য ব্যক্তি সাবেক সেনা সদস্য আলমগীর হোসেন, রাজা প্রধান,খোরশেদ মোল্লা, সুরুজ মোল্লা, ইমাম হোসেন খন্দকার,। সহকারী শিক্ষক ও সাংবাদিক শাহাদাত হোসেন, এডভোকেট মনিরুজ্জামান সুমন, মোহাম্মদ সাইদুল মোল্লা সাবেক বিডিআর এর সদস্য, জহিরুল ইসলাম, মহিউদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবান্ধব সমাজ গড়তে খেলাধুলা ও সচেতনতা একত্রে কাজ করতে পারে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মাঝে সম্প্রীতি, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করেন স্থানীয়রা।
তথ্য সূত্র: শাহাদাত সায়মন।


এই বিভাগের আরও খবর