মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের আলোচিত জয় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–১১। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শিশির (৩০)। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. শিশির জয় হত্যা মামলার অন্যতম আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১১ একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে ঠিক কোন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয় ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা জয় হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পর নিহতের পরিবার মামলা দায়ের করলে তদন্তে মো. শিশিরের নাম উঠে আসে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর মো. শিশিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত জয়ের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আলোচিত ও দীর্ঘদিনের ঝুলে থাকা অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।