মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বুধবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে
এ অভিযান পরিচালনা শুরু করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে পঞ্চম বারের মতো ওই দুটি চুনা কারখানার চুল্লি ধ্বংস করা হয়।
এসময় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় গড়ে উঠা অবৈধ দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে পঞ্চম বারের মতো ওই কারখানার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সাইমন সরকার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমন সরকার বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।