স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের আগ্রাবাদে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নীনির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগনের জান মাল রক্ষা, অগ্নি নির্বাপনী, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে প্রাণহানি সহ মারাত্বকভাবে হতাহত ও ব্যাপকহারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এ সকল অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে ত্বাত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ মহড়া ও জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন ২০২৫ তারিখ সকাল ৯ টা হতে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর সহায়তায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নী নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ ফটিকছড়িতে কৃষকদের পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত
উক্ত কর্মশালায় নৌ স্কাউটের তরুন শিক্ষার্থীদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দূর্যোগের উপর বিশেষ আলোচনা, অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ, পুড়ে যাওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান, বহুতল ভবনে অগ্নি নির্বাপন পদ্ধতি, গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপন পদ্ধতি, অগ্নিকান্ডে আটকে যাওয়া ব্যক্তিদের উদ্ধার পদ্ধতি এবং অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জনগনের জান মাল রক্ষা, অগ্নিদুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরণের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।