মোঃ আলমগীর মোল্লাঃ
গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি কালীগঞ্জ-কাপাসিয়া প্রতিনিধি মো. এখলাস উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক শিশির, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. নোমান, দৈনিক সমকাল কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলী,
কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মো. মুনজুর হোসেন, মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, সাংবাদিক রায়হান মাহমুদ ও মোঃ আলমগীর মোল্লা সহ কালীগঞ্জ ও
কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা শেষে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এনটিভির দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার ভূয়সি প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, “দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এনটিভির সংবাদ ও অনুষ্ঠান মালার একজন নিয়মিত দর্শক। এই চ্যানেলটি বরাবরই গণমানুষের কথা বলে, উন্নয়নমূলক ও ইতিবাচক সাংবাদিকতা করে থাকে। গণমাধ্যমের এই ধরনের ভূমিকা সমাজে সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। এনটিভিকে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “দেশে অনেক টেলিভিশন চ্যানেল থাকলেও এনটিভি আলাদা করে নিজেকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতায় প্রমাণ করেছে। অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনটিভির সংবাদ প্রতিবেদন আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও এই চ্যানেল সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারক হয়ে থাকবে।”
আরও পড়ুনঃ খাজা গরীবে নেওয়াজ (রহ:) এর দৃষ্টিতে কারবালা: এক গভীর বিশ্লেষণ
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য নির্ভরতা ও দায়িত্বশীলতা বাড়াতে এনটিভি সবসময় অনুসরণযোগ্য একটি প্রতিষ্ঠান। স্থানীয় সাংবাদিকদের সম্মান ও মূল্যায়ন দেয়ার ক্ষেত্রেও এনটিভির ভূমিকা প্রশংসনীয়।”
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এনটিভি সময়োপযোগী সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। এ ধরনের সাংবাদিকতা সমাজে পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে।”
এনটিভির কালীগঞ্জ ও কাপাসিয়া প্রতিনিধি মো. এখলাছ উদ্দিন বলেন, “স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে সহকর্মী, প্রশাসন, রাজনীতি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে সহযোগিতা পেয়েছি, তা না থাকলে এই পথচলা সম্ভব হতো না। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সকলের, যারা সংবাদ, তথ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। এনটিভিকে সামনে এগিয়ে নিতে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।