
বিশেষ প্রতিনিধি মোঃ আলমঃ
কক্সবাজারবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ডি সি মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার জেলার পুলিশ সুপার সাইফ। ৭ জুন ২০২৫ (শনিবার)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার জেলার প্রশাসক ডি সি মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার জেলার পুলিশ সুপার সাইফ।
এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন,আমরা সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। এ উৎসব ত্যাগের শিক্ষা দেয়, ভালোবাসা ও সৌহার্দ্য ছড়িয়ে দেয় সমাজে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের এই দিনে মুসলমানেরা সাধ্যমতো পশু কোরবানি দেন। ইসলাম ধর্মে যার কুরবানির সামর্থ্য রয়েছে, তার ওপর এটি ওয়াজিব।
তাঁরা আরও বলেন, “ঈদ মানেই ফিরে আসা—ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে একত্রিত হওয়ার দিন। তাই এই দিনে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করতে হবে। আমরা কামনা করি, বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি ও কল্যাণের ধারা।
তাঁরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়, নির্ধারিত স্থানে পশু কোরবানি, এবং দ্রুত বর্জ্য অপসারণ করে পরিবেশ রক্ষা করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিক মোহাম্মদ আলম, জেনারেল ম্যানেজার, মাই টিভি চ্যানেল বলেন, “ঈদ মানেই শান্তি, ভালোবাসা ও আত্মত্যাগের বার্তা। আমরা যেন এই শিক্ষা জীবনের প্রতিটি স্তরে ধারণ করি।” তিনি কক্সবাজারবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
মাই টিভি চ্যানেলের চেয়ারম্যান বিলকিস জানানও প্রত্যাশার সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।