বিশেষ প্রতিনিধিঃ
অনুষ্ঠানের নাম: ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, জুলাই যোদ্ধাদের সম্মাননা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের উদ্যোক্তা: পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ও এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার
সহযোগিতায়: জাতীয়তাবাদী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ কিবরিয়া তালুকদার, সভাপতি মাইনুল ইসলাম মানু ও সাধারণ সম্পাদক নুর ইসলাম তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং দেশের ও প্রবাসের বিভিন্ন নেতা-কর্মী এ অনুষ্ঠানের সহযোগিতায় এগিয়ে এসেছে।
আয়োজনে: কমলাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তরুণ সমাজ।
সঞ্চালনায়: মোহাম্মদ এমদাদ সিকদার, যুগ্ম আহ্বায়ক খানজাপুর ইউনিয়ন বিএনপি ও লিটন হাওলাদার, যুবদল নেতা খানজাপুর ইউনিয়ন।
আরও পড়ুনঃ গজারিয়ায় ডাকাতি করতে গিয়ে ককটেল বিস্ফোরণে ডাকাতের মৃত্যু
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও আইনজীবী নেত্রী এডভোকেট শাহানুর খানম এবং খানজাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব ফজলুল হক সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সরদার, যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক এইচ এম বারেক সরদার,
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল্হাই সরদার সহ যুগ্ম খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের অসংখ্য জন ও স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরও পড়ুনঃ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে রাতভর অভিযান কোটি টাকা মদক ককটেল উদ্ধার
নতুন বাংলাদেশের চেতনায় গত এক বছর যাবত কমলাপুর বিএনপি নেতাকর্মীরা সরাসরি নিজের হাতে স্থানীয় তুলাতলা বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করে আসছে এবং এ মহৎ কাজে অংশগ্রহণকারী সকলকে এ অনুষ্ঠানে বিশেষভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কমলাপুরের দুজন গেজেটেড জুলাই যোদ্ধা মনির ও রিয়াদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেশ কয়েকজন অদম্য মেধাবী মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপনে হাজার জনের বেশি লোকজনের প্রীতি ভোজের আয়োজন করা হয়।