হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
গত শনিবার,৬ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার ষ্টার কাবাব রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে “জীবন” জ্যামাইকা ইন্টারগেটেড বাংলাদেশী অফির্সাস নেটওয়ার্ক ।খবর আইবিএননিউজ ।আয়োজিত এবিশেষ অনুষ্ঠানে জীবন বোর্ড সদস্য ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী এর আগে নিউইয়র্ক পুলিশের ১০৪তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি “জীবন” সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ পদোন্নতি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য গৌরবের অর্জন।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এম. ডি. হালিম ও সহ সাধারণ সম্পাদক সরদার আল মামুনের সঞ্চালনায় এ অনু্ঠানে জীবন”-এর মিডিয়া লিয়াজন পাপিয়া শারমিন, ইভেন্ট কো-অর্ডিনেটর পলাশ আহমেদ, কো-ট্রেজারার রাজীব ঘোষ, সহ-প্রতিষ্ঠাতা সরদার আল মামুন ও মেহেদী মামুন, ট্রেজারার পঙ্কজ রায়, কো-ট্রেজারার অনিক ইসলাম এবং উপদেষ্টা লেফটেন্যান্ট সাজেদুর রহমান, ড. ইসলাম, এম. ডি. হোসেন, দিদারুল হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর রাজীব হোসেন, আরিফ হোসেন ও ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল সংগঠনের চেয়ারপারসন ও কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকাার সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির উওর আমেরিকা প্রতিনিধি এবং আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল ,“ভালো” সংগঠনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়ার,
কমিউনিটি এক্টিভিস্ট শোয়েব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, ড. সুজাত খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার , লেফটেন্যান্ট হাফিজ রহমান, কম্যুনিটি এক্টিভিস্ট ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এর পরিচালক তরিকুল ইসলাম ,
জ্যামাইকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি সাঈদ সহ আরো অনেকেই. এসময় ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে এডভোকেট মঈন চৌধুরী বাপার সাবেক সভাপতি কারাম চৌধুরীকে একটি সম্মানজনক প্রোক্লেমেশন প্রদান করেন ।
অনুষ্ঠানে বক্তারা কারাম চৌধুরীর উজ্জ্বল কর্মজীবন ও বাংলাদেশী কমিউনিটির প্রতি অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন। তাঁরা বলেন, তাঁর এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও অঙ্গীকারের মাধ্যমে প্রবাসেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এসময় নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
কারাম চৌধুরী এর আগে ২০১৯ সালের ৩০ অক্টোবর ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন তিনি। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর ও ৮১ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার খন্দকার আব্দুল্লাহ কারাম চৌধুরী তার কাজিন।
এখানে উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর উপরের সবগুলো পদ, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর থেকে কমিশনার পদে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবী,কবি,সাংবাদিক,সাহিত্যিক,বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান শেষে সবাইকে দুপুরের ভোজে আপ্যায়ন করা হয় মজাদার ও রকমারি খাবারের আয়োজন ছিল বিশেষ প্রসংশনীয় ।শেষে তিনটি কেক কাটা হয় এবং সবার মাঝে বিতরন করা হয় ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.