শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

এক ভিডিওতে বদলে গেলো গ্রাম, মনখালী এখন কক্সবাজারের সুইজারল্যান্ড

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

পাহাড়,সমুদ্র আর আকাশের সংযোগস্থল এ যেন রঙে রঙে আঁকা কোনো ছবির ফ্রেম। কক্সবাজারের মনখালী গ্রাম, যা এখন পরিচিত হচ্ছে কক্সবাজারের সুইজারল্যান্ড নামে।

এই রূপকথার মতো জায়গাটি আলোচনায় আসে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের একটি ভিডিওর মাধ্যমে।ভিডিওতে তিনি বলেন এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে সুইজারল্যান্ড নয় চলে আসুন কক্সবাজারের মনখালীতে।

ইমনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাড়া পড়ে পুরো কক্সবাজার জুড়ে। স্থানীয়রা নিজেরাই জায়গাটিতে কক্সবাজারের সুইজারল্যান্ড লেখা বোর্ড স্থাপন করেন। এরপর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মনখালীতে এসেছে নতুন মাত্রা। স্থানীয় মানুষরা এখন আশাবাদী এই ছোট গ্রামটি হবে বাংলাদেশের পর্যটনের নতুন মুখ।

আরও পড়ুনঃ নেত্রকোনা -04,মোহনগঞ্জ , মদন, খালীয়াজুরী —বিএনপির থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমল

আমরা যখন মনখালীতে নামি, সহকর্মী জিসান বলেন, জায়গাটা অসাধারণ। আমি চারপাশ দেখে বলেছিলাম এটা যেন কক্সবাজারের সুইজারল্যান্ড। তারপরেই ভিডিও করি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে।

স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জিসান বলেন মনখালী এমন এক স্থান, যা বহুদিন অবহেলিত ছিল। অথচ পর্যটনের অপার সম্ভাবনা ছিল বরাবরই।

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সেলিম সিরাজী বলে,মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম, সরকার একটু নজর দিলে এই এলাকাতেই গড়ে উঠতে পারে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট।যা পুরো কক্সবাজারে আলোড়ন সৃষ্টি করবে।

টেকনাফ উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার বলেন,অলরেডি কক্সবাজারের সুইজারল্যান্ড বেশ পরিচিত অর্জন করেছে।এবং এখানে পর্যটকদের আনাগোনা ও দেখা যাচ্ছে। সরকার সঠিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে নজর দিলে এটি কক্সবাজারের অন্যতম একটি সুন্দর স্পট হয়ে উটবে।

কক্সবারের সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন, আব্দুর রহমান,মো:রিদোয়ান,শিক্ষাবিদ-সৈয়দ আহম,নুরুল আমিন,মিজান ইবনে হাকিম, সৈয়দ কাশেম মিসকু সহ এলাকার শত শত মানুষ

বাংলাদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসংখ্য সৌন্দর্য। প্রয়োজন শুধু তা তুলে ধরার। আর সেই কাজটাই করে দেখিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ইমন। এখন অপেক্ষা, মনখালী যেন দেশের পর্যটন মানচিত্রে স্থায়ী জায়গা করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category