একাল সেকাল-
আনোয়ারুল কবীর বাবলু।
………………………………………………………..
একাল আর সেকাল
ফিরে দেখ আজকাল
যা কিছু ঘটে ছিল
স্থায়ি হয় ক্ষনকাল।
ভাবনাহীন জীবন ছিল
শুধুই স্কুলে যাওয়া
পঁচিশ পয়সার লাল সাদা আইসক্রিম
এটাই ছিল চাওয়া।
অংক করে যোগে ভুল
হাতের লেখায় বানান ভুল
খেলাধুলায় হট্টগোল
পাওনা এবার স্যারের হাতের কানমলা
আর টেনে তুলে উলটা চুল।
পুথি বিদ্যা যতই পড়
আদর্শ আর মানবতা আক্রে ধর
শিক্ষা দিতেন গুরুজনে
মানতে হবে মনে প্রানে।
আরও পড়ুনঃ বাবার কবর- কবি ইমরান হাসান
আজকে চাওয়া সকালবেলা
মাখন পনির কোকাকলা
ফাস্টফুড আর চকবার
যুগের পিছে ভুলে গেছে
পিঠা পায়েস, রান্না খাবার।
সেকাল ছেড়ে একাল এলাম
প্রকৃতি ছেড়ে যন্ত্র পেলাম
কলম ছেড়ে অস্ত্র নিলাম
আদর্শ আর নীতিবোধকে
অর্থ লোভে বিদায় দিলাম।
মোঃমকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি