পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে জনজীবনে চরম বিপর্যায় নেমে এসেছে। নদ-নদী, খাল-বিল উপচে পড়া পানিতে থৈ থৈ করছে চারপাশ। দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম সংকটে।
জীবিকার তাগিদে বাইরে বের হলেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। অনেকেই দিনভর বসে থেকেও উপার্জনশূন্য অবস্থায় বাড়ি ফিরছেন। অটোরিকশাচালক জহিরুল বলেন, “একটানা তিন-চার দিন ধরে বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না। সারাদিন বসে থাকি, দু-একজন যাত্রী পেলেও ভাড়া দিতে চায় না। ঘরে মা, স্ত্রী, ভাইবোন নিয়ে খুব কষ্টে আছি।”
গলাচিপা উপজেলার শহরগুলোতে দোকানপাট খোলা থাকলেও কেনাবেচা একেবারেই নেই বললেই চলে। বাজারের এক পুরোনো চায়ের দোকানদার মিন্টু জানান, “চায়ের কাপে প্রতিদিন টুনটুন শব্দ থাকলেও এখন চুলা জ্বলে কিন্তু বেচাকেনা নেই বললেই চলে।”
আরও পড়ুনঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন
বর্ষাকালীন সবজির উৎপাদন থাকলেও ক্রেতা না থাকায় কৃষকরা বিপাকে পড়েছেন। উপজেলা সরকারি হাসপাতালে কিছু রোগীর চাপ থাকলেও, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী প্রায় নেই বললেই চলে।
সরকারি দপ্তরগুলোতে সীমিত আকারে স্বাভাবিক কার্যক্রম চললেও বেশিরভাগ বেসরকারি অফিস বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। ঈদুল আজহার সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীরা আপাতত এ দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গলাচিপা উপজেলায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও দু’একদিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.