শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

“উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর ভবিষ্যতে রোগ ঝুঁকি: এখনই সচেতন হই, বাঁচাই প্রাণ”!

মো: শোয়েব হোসেন / ৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

✍️মো: শোয়েব হোসেনঃ

সম্প্রতি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ মানসিক ও শারীরিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনাস্থলে প্রচণ্ড শব্দ, আগুন, বিষাক্ত ধোঁয়া ও জ্বালানির বিস্ফোরণ শুধু ভয়াবহতা সৃষ্টি করেনি, বরং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কাও রেখে গেছে।

☠️ কী ঘটেছিল – এবং কী ক্ষতির আশঙ্কা রয়েছে?

🎯 প্রধান ঝুঁকির উৎস:

বিমান জ্বালানির (Jet Fuel) বিস্ফোরণ।

প্লাস্টিক, কেমিক্যাল, রঙ, রাবার, ইলেকট্রনিক্স পোড়ার ধোঁয়া।

ভবনের ধ্বংসাবশেষে থাকা অ্যাসবেস্টস, সিসা, টক্সিক ফাইবার।

বিষাক্ত গ্যাস (Benzene, Dioxin) বাতাসে ছড়িয়ে পড়া।

⚠️ সম্ভাব্য ভবিষ্যৎ রোগসমূহ:

Jet Fuel ধোঁয়া—ফুসফুসের রোগ, অ্যাজমা, লাং ক্যান্সার।
পোড়া প্লাস্টিক ও রঙ—চর্মরোগ, চোখে জ্বালা, নার্ভ দুর্বলতা।
অ্যাসবেস্টস ও সিসা— Mesothelioma (ফুসফুসের ক্যান্সার), স্নায়ু ক্ষতি।
Benzene ও ডিওক্সিন— রক্তের ক্যান্সার (Leukemia), হরমোন ভারসাম্যহীনতা।
বিষাক্ত ধূলিকণা—দীর্ঘমেয়াদি কাশি, ফুসফুস দুর্বলতা ইত্যাদি।

📢 এখনই যা করা উচিত:

✅ জরুরি পদক্ষেপ:

পরিবেশ বিশ্লেষণ – বাতাস, পানি ও মাটির নমুনা পরীক্ষা।

স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্প – ব্লাড টেস্ট, ফুসফুস পরীক্ষা, ত্বক/চোখ পরীক্ষা।

মানসিক সহায়তা সেশন – ট্রমা রিলিজ, ভয় দূর করার সেশন।

বিশেষ শিক্ষার্থী রেজিস্ট্রেশন – ক্ষতিগ্রস্ত ছাত্রদের তালিকা করে নজরদারি।

🩺 কীভাবে ও কতদিন চিকিৎসা ও সতর্কতা বজায় রাখতে হবে?

আরও পড়ুনঃ কালীগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল

সময় কাল অনুযায়ী করণীয় —

প্রথম ৭ দিন– চোখ, গলা, ত্বক, শ্বাসকষ্ট হলে চিকিৎসা নেয়া জরুরি।
প্রথম ৩ মাস– প্রতিমাসে ১ বার করে ফুসফুস/রক্ত পরীক্ষা।
৬ মাস থেকে ১ বছর পর্যন্ত — মনো-সাপোর্ট, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দূষণ, পরীক্ষার রিপোর্ট, ফলোআপ।

🤝 যে সংস্থাগুলো এগিয়ে আসতে পারে:

🏛️ সরকারি:

স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)

শিক্ষা মন্ত্রণালয়

জেলা প্রশাসন

পরিবেশ অধিদপ্তর

🧬 বেসরকারি/NGO/CSR:

BRAC Health

Red Crescent Society

UNICEF / Save the Children

Beximco / ACI / Dutch-Bangla CSR

ICDDR,B বা BCSIR

আরও পড়ুনঃ উপনিবেশ থেকে যে কটা দেশ মুক্তি পেয়েছে সব জায়গায় বিষ রোপন করে গেছে রক্ষকরা

📣 আমাদের আহ্বান:

আমরা চাই, সংশ্লিষ্ট সকল সংস্থা এখনই একসঙ্গে এগিয়ে এসে—

স্কুল ক্যাম্পাস পরীক্ষা করুক,

স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করুক ও

ছাত্রদের দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক সহায়তা দিক।

✋ আমাদের করণীয় (অভিভাবক/শিক্ষক/স্থানীয় জনগণ):

সন্তানদের মাঝে কোন শারীরিক বা মানসিক অস্বাভাবিকতা দেখলে গুরুত্ব দিন।

স্কুল প্রশাসনের সাথে যোগাযোগ রাখুন।

শিশুদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস ফেরাতে বিভিন্ন থেরাপি ও সহানুভূতির চর্চা করুন।

✍️ প্রতিবেদন প্রস্তুতকারী:
মো: শোয়েব হোসেন
গবেষক – (সাউন্ড ও মিউজিক থেরাপি)
মানবাধিকার কর্মী ও চিন্তাবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category