নিজস্ব প্রতিবেদক উখিয়া প্রতিনিধিঃ
র্যাব পরিচয়ে সংঘটিত আলোচিত অপহরণ মামলার অন্যতম মূলহোতা সিকদার প্রঃ বলি (৪৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি উক্ত অপহরণ চক্রের অন্যতম সংগঠক ও সরাসরি ঘটনায় জড়িত ছিলেন বলে জানায় র্যাব।
ঘটনার পেছনের কাহিনী: গত ১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১১টায় কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী— বরখাস্ত সৈনিক সুমন, রাকিব ও সিকদার।
আরও পড়ুনঃ চিংড়ি চাষে বিপ্লব আনতে পারে হরিণা চিংড়ি
তারা র্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে নিয়ে যায় এবং পরে অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হাফিজ উল্লাহকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
র্যাব-১৫ তৎক্ষণাৎ অভিযান শুরু করে। ১৪ জুন বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ১৫ জুন সকালে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে ভিকটিম হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
গ্রেফতার সিকদারের ঠিকানা: সিকদার প্রঃ বলি (৪৫), পিতা–আবু, গ্রাম–মরাগাছতলা, ইউনিয়ন–পালংখালী, থানা–উখিয়া, জেলা–কক্সবাজার।
আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.