মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহনগঞ্জে’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ ২৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে ১ ঘটিকা পর্যন্ত চলে।
মোহনগঞ্জ মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে বিগত শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
আরও পড়ুনঃ কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা
বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সফিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট লেখক-গবেষক সীরাত চর্চা ও গবেষণা কেন্দ্র ময়মনসিংহের পরিচালক মুফতি আমীর ইবনে আহমাদ, জামিয়া দারুসসালাম এর পরিচালক মুফতি ফারুক আযম এবং মুফতি শরিফুল ইসলাম।
আলোচকগণ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে বোর্ডভুক্ত ৪০ টি প্রতিষ্ঠানের প্রায় দুইশত শিক্ষক ও শিক্ষিকাগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।