শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন

ইংল্যান্ড প্রতিনিধিঃ 
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ইংল্যান্ড প্রতিনিধিঃ

বিদেশে, বিশেষ করে ইংল্যান্ডে, কেউ মৃত্যুবরণ করলে পরিবারের জন্য সেটি যেমন মানসিকভাবে কঠিন সময়, তেমনি নানা ধরণের আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিচে ধাপে ধাপে সংক্ষেপে তুলে ধরা হলো

▪️মৃত্যুর নিশ্চিতকরণ (Death Confirmation)

যদি কেউ বাড়িতে মারা যান, তবে অবিলম্বে GP (ডাক্তার) অথবা 999 এ কল করে ambulance service ডাকতে হবে।যদি কেউ হাসপাতালে মারা যান, তবে হাসপাতালের ডাক্তারই মৃত্যুর সনদ (Medical Certificate) প্রদান করবেন।

▪️মৃত্যুর নিবন্ধন (Registering the Death)

মৃত্যুর পর ৫ দিনের মধ্যে (বিশেষ পরিস্থিতিতে ৭ দিনের মধ্যে) স্থানীয় Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।এ সময় ডাক্তার প্রদত্ত Medical Certificate of Cause of Death জমা দিতে হয়।নিবন্ধনের পর পরিবারকে Death Certificate দেওয়া হয় (প্রতি কপির জন্য আলাদা ফি দিতে হয়)।

▪️ফিউনারেল ডিরেক্টর ও সৎকারের ব্যবস্থা (Funeral Arrangements)

আরও পড়ুনঃ মধুপুরের বিভিন্ন ক্লিনিক, চেম্বার, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

সাধারণত পরিবার একজন Funeral Director এর সাথে যোগাযোগ করে থাকেন। তারা—
• মৃতদেহ হাসপাতাল বা মর্গ থেকে নিয়ে আসে
• ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন বা দাহের ব্যবস্থা করে
• কবরস্থান বা ক্রিমেটরিয়ামে বুকিং করে দেয়
• মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা ইসলামিক ফিউনারেল সার্ভিস থাকে, যারা গোসল, কাফন, জানাজা ও কবরের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয়।

▪️মুসলিম সম্প্রদায়ের জন্য কবরের ব্যবস্থা
• মুসলিম হলে ইসলামিক প্লট বুক করতে হয়।
• অনেক মসজিদ ও ইসলামিক সোসাইটি এই বিষয়ে সহায়তা করে।

▪️আর্থিক সহায়তা (Financial Help)

দাফন খরচ অনেক বেশি হওয়ায় প্রয়োজনে পরিবার DWP (Department for Work and Pensions) থেকে Funeral Expenses Payment এর জন্য আবেদন করতে পারে (শর্তসাপেক্ষে)।

✅ সহজভাবে পুরো প্রক্রিয়া:
১. ডাক্তার থেকে মৃত্যুর সনদ নিতে হবে।
২. Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।
৩. Funeral Director বা ইসলামিক ফিউনারেল সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে।
৪. কবর বা দাহস্থল বুক করতে হবে।
৫. ফিউনারেল সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ জনপ্রিয় পর্যটন স্পট ‘‘উইলেন লেক’’ গ্লোবাল চাটগাঁ সোসাইটর পিকনিক অনুষ্ঠিত

▪️Funeral-এর খরচের হিসাব:

মূল ফিউনারেল খরচ (Basic Funeral Cost)

একটি সাধারণ দাফন বা ক্রিমেশন ফিউনারেল, যার মধ্যে রয়েছে Funeral Director-এর সার্ভিস, মিড-রেঞ্জ কফিন, hearse(মৃত দেহ নিয়ে যাওয়া একটি গাড়ি) চিকিৎসক বা ধর্মীয় লীডারের ফি ইত্যাদি — এর গড় খরচ £4,285

Burial বা কবর হলে খরচ ঢুকে পড়ে £5,198, আর Cremation বা দাহ হলে £3,980। Funeral Guide অনুযায়ী: Burial এর গড় খরচ £5,077, Cremation £3,795, এবং সাধারণ গড় Funeral খরচ £4,141

ইংল্যান্ডের বিভিন্ন স্থানে খরচ ভিন্ন হতে পারে। তবে শুরু থেকে কবর দেওয়া পর্যন্ত গড় হিসাব £4000-£5000 হতে পারে! এই দেশে মৃত্যু বরণ করাটাও এক্সপেন্সিভ। 🙂

▲ উপরের তথ্য গুলা ইন্টারনেটে থাকা রিসোর্স থেকে সংগ্রহ করা। কমেন্টে সোর্স লিংক দেওয়া আছে।
বিন


এই বিভাগের আরও খবর