মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
বান্দরবানের আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বিল আটকে রাখার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে উপজেলার পিআইও কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এ কর্মসূচি শুরু হয়।
চেয়ারম্যান-মেম্বারদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির আওতায় নেওয়া বিভিন্ন নির্মাণকাজ শেষ হলেও, পিআইও কে এম নজরুল ইসলাম বিল অনুমোদনের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। এতে তারা আর্থিকভাবে চরম দুর্ভোগে পড়েছেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং চারটি ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য।
চেয়ারম্যান-মেম্বাররা জানান, বিল নিয়ে আলোচনা করতে পিআইও তাদের সকাল ১০টায় অফিসে ডেকেছিলেন। কিন্তু তারা উপস্থিত হলেও পিআইও নিজে ছিলেন না। একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
বিল প্রদান না হওয়ায় ক্ষোভ জানিয়ে তারা জানান, আগামী দুই দিনের মধ্যে বিল অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি বর্তমানে শূন্য রয়েছে। থানছির ইউএনও অতিরিক্ত দায়িত্বে থাকলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
তবে সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন গত শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, “যেসব প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, সেগুলোর বিল পরিশোধে আমি পিআইওকে নির্দেশ দিয়েছি। আপনারা তার সঙ্গে যোগাযোগ করে বিল গ্রহণ করুন।”
পিআইও নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী আঙ্গুর মিয়া বলেন, “চেয়ারম্যান-মেম্বাররা বিল না পেয়ে ক্ষুব্ধ হয়ে অফিস ঘেরাও করেছেন। সে সময় স্যার অফিসে উপস্থিত ছিলেন না।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.