ঝিনাইদহ প্রতিনিধিঃ
সনাতনী হরিজন সম্প্রদায়ের এই ছেলে জয়ন্ত কুমারের হার্টে রয়েছে তিনটি ছিদ্র। শুনতেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। হার্টের কন্ডিশন দিন দিন অবনতি হতে চলেছে। এ কারনে লিভারেও সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু তার বাবা মা অপারেশন করবে কিভাবে..? অপারেশন করার জন্য লাগবে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। যা এই পরিবারের পক্ষে সম্ভব না।
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার জয় কুমার ও মনিষা রাণীর ছেলে জয়ন্ত কুমার। নিজের সন্তানকে বাঁচাতে তার মায়ের আর্তনাদ আপনাদের কাছে পৌঁছানো। তার মা বলেছেন জয়ন্তের অনেক মামা মাসি আছেন এই দেশে তাদের সহযোগিতায় জয়ন্ত ভালো হয়ে যাবে। মামা মাসি বলতে আমাকে আপনাকেই বুঝিয়েছেন এই মা।
আরও পড়ুনঃ শো-ক সংবাদ
এমন আর্তনাদ দেখে কি আমরা বসে থাকতে পারি..? আমরা প্রত্যেকে যে যেই অবস্থানে আছি, সেইখান থেকে বিকাশ নগদের মাধ্যমে বা সরাসরি গিয়েও আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা দিয়ে জয়ন্তকে একটি স্বাভাবিক জীবন উপহার দিতে পারি।
সাহায্য পাঠানোর তথ্য:
নাম: জয় কুমার (পরিচ্ছন্নতাকর্মী)
ঠিকানা: শেখপাড়া বাজার,শৈলকুপা,ঝিনাইদহ।